জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুলে পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:০৯,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১১৭৮ বার পঠিত
সংবাদ দাতা: পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুলে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একাডেমীর অধ্যক্ষ কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে শিক্ষক দেলওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আল মামুন, বিশেষ অতিথি ছিলেন টাউন ক্লাবের সাবেক সভাপতি এমএ মালেক।
বক্তব্য রাখেন আল ইহসান একাডেমীর অধ্যক্ষ বুরহান উদ্দিন, জাপা নেতা হোসেন আহমদ বছল, শিক্ষক কবি রুহুল আমিন ছালিক প্রমুখ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবসায়ীসহ অনেকেই উপস্থিত ছিলেন।