কবি সিদ্দিকের পঞ্চম বই ‘চাঁদের শহর’ প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১০:০৬:৫৪,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৩৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্ন উড়াই, যাচ্ছে দিন, মনে পড়ে বই গুলো প্রকাশের পর জকিগঞ্জের সন্তান, প্রবাসী বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট’র আহ্বায়ক, জালালাবাদ কবি ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কবি সভা সিলেটের সভাপতি কবি সিদ্দিক আহমদের পঞ্চম প্রকাশনা ‘চাদের শহর’ এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে।
‘চাঁদের শহর’ বইটি রাজধানী ঢাকার বাবুই প্রকাশনী বইটি প্রকাশ করেছে। সিলেটের চৌহাট্রাস্থ মডেল লাইব্রেরী, জিন্দাবাজারস্থ জসিম লাইব্রেরী ও জকিগঞ্জ বই মেলা স্টল থেকে পাঠকেরা বইটি কিনতে পারবেন।