আজ জামায়াতের হরতাল
প্রকাশিত হয়েছে : ১:০৭:০১,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৬ | সংবাদটি ৭৬১ বার পঠিত
আজ বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল থাকায় দলটি এ হরতালের ডাক দেয়।
মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ দলের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।
বিবৃতিতে বলা হয়েছে, মীর কাসেম আলীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বুধবার ৯ মার্চ সারা দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।
তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
এদিকে, জামায়াতের ডাকা হরতালের আগের রাতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সুত্র: ঢাকা টাইমস