রওশন আরা বেগম রুবি’র মৃত্যুতে হুইপ সেলিম উদ্দিন এমপি’র শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:২৩,অপরাহ্ন ২৭ মার্চ ২০১৬ | সংবাদটি ৮৭৭ বার পঠিত
যুক্তরাজ্যে বাংলাদেশী বিশিষ্ট কমিউিনিটি ব্যক্তিত্ব গোলাপগঞ্জ উপজেলার নারাপিং গ্রামের বিশিষ্ট সমাজেসেবী শিক্ষানুরাগী মরহুম তারা মিয়া খান এর স্ত্রী রওশন আরা বেগম রুবী গত শুক্রবার যুক্তরাজ্যের হাম্মারস্মিথ হাসপাতালে রাত ১০:০০ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে, ভাই-বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় হুইপ পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। তিনি শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমার রোহের আত্মার মাগফেরাতের জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন। মরহুমার জানাযার নামাজ আগামীকাল ইস্ট লন্ডন জামে মসজিদে যোহরের নামাযের পর অনুষ্টিত হবে। জানাযার নামাজে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়।
উল্লেখ্য যে, মরহুমা রওশন আরা বেগম রুবি বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি’র চাচাতো বোন। বিজ্ঞপ্তি