এইচএসসি ও আলিম পরীক্ষা কাল রোববার; এইচএসসিতে ১৪৩১ ও আলিমে ২৫৪ জন পরীক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৫৩,অপরাহ্ন ০২ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১০৯৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ন্যায় জকিগঞ্জে এইএসসি ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল ১০টা থেকে দুুপুর ১টা পর্যন্ত বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৯টি কলেজের ১৪৩১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। মূল কেন্দ্র হচ্ছে জকিগঞ্জ সরকারি কলেজ এবং ভেন্যূ হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ। হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ ভেন্যূর দায়িত্বপ্রাপ্ত হল সুপার প্রভাষক আজিজুল ইসলাম স্বপন জকিগঞ্জ বার্তাকে জানান, ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব গুলো পরীক্ষা যথা নিয়মে অনুষ্ঠিত হবে।
এদিকে আলিম পরীক্ষায় ৪টি মাদ্রাসার ২৫৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে প্রথম দিন ক্বোরআন শরীফ পরীক্ষা অনুষ্ঠিত হবে।