জকিগঞ্জে বিদ্যুৎ সংকট নিরসনে পদক্ষেপ নেয়ার কথা বললেন ডিজিএম
প্রকাশিত হয়েছে : ১২:২১:১৪,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১১৪৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে বিদ্যুৎ সংকট নিরসনে পদক্ষেপ নেয়ার কথা বললেন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম মো: ইশহাক আলী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়ে ডিজিএমের কাছে নানা সমস্যার কথা তুলে ধরেন। জবাবে ডিজিএম আরও বলেছেন বিদ্যুৎ লাইনের সমস্যা, বাশ-গাছ লাইনের উপর পড়ে যাওয়া, বিদ্যুৎ কেন্দ্রে সুইচ বন্ধ হওয়াসহ নানা সমস্যায় এসব হচ্ছে। আমরা আন্তরিক রয়েছি, যাতে এসব সংকট দূরীকরণ করে বিদ্যুতের সেবা মানুষকে দিতে পারি। তবে ধাপে ধাপে আমাদের অগ্রগতি হবে। জকিগঞ্জ বাজারে অনেক কুটি রয়েছে খুবই ঝুকিপূর্ণ। সে সব কুটি বড় ঝড় দিলেই পড়ে যাবে। আগামী দু’এক মাসের মধ্যে এসব কুটি পরিবর্তন করতে আমাদের চেষ্টা থাকবে। বলেন বিদ্যুৎ যাওয়ার পর আপনারা অনেক কষ্ট করেন, সেটা আমি অনুভব করি। কিছু সীমাবদ্ধতার কারণে বিদ্যুতের আশানুরুপ সেবা দিতে পারছেন না সেটাও অকপটে স্বীকার করে দাবি গুলো বাস্তবায়নে তার চেষ্টার ত্রুটি থাকবে না এমনটাই উল্লেখ করেন তিনি।
মতবিনিময়ে পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার আব্দুল আলিম মিয়াজী, আওয়ামী লীগ নেতা আব্দুল গনী, পৌর যুবলীগ সভাপতি আব্দুস ছালাম, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, ছালেহ আহমদ, শাহীন আহমদ, জেলা ছাত্রলীগ সদস্য আব্দুল আাহদ, ছাত্রলীগ নেতা মহসিন আহমদ। এছাড়া বাজার ব্যবসায়ী কমিটির পরিচালক এনামুল হক মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী আফতাব আহমদ ও মুনিম আহমদ প্রমূখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।