বিরশ্রী সমাজকল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২:১৫:৫৮,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১০৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশে কর্মরতদের নিয়ে জকিগঞ্জের বিরশ্রী সমাজকল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, বেলাল আহমদ (দুবাই), সাহিদ আহমদ (ওমান), জয়নাল আবেদীন (স্পেন), সোহেল আহমদ রানা (সিংগাপুর), ফয়ছল আহমদ (কাতার), সুজন চৌধুরী (লন্ডন) ও কামাল আহমদ (ফ্রান্স)।
স্পেন থেকে জয়নাল আবেদীন জকিগঞ্জ বার্তাকে জানান, ঐক্য, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, এলাকার দরিদ্র মানুষকে সহযোগিতা ও শিক্ষার উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরতদের মাধ্যমে অনলাইনে বিরশ্রী সমাজ কল্যাণ সংস্থা গঠন করা হয়েছে। ইতোমধ্যে ৩০জন সদস্য অন্তর্ভূক্ত হয়েছেন। শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।