শেষ ধাপের তফসিল ঘোষণা, জকিগঞ্জসহ ৭২৪ ইউপিতে ভোট ৪ জুন
প্রকাশিত হয়েছে : ৮:৩০:৪৩,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৬ | সংবাদটি ২৮১৮ বার পঠিত
ষষ্ট বা শেষ ধাপে জকিগঞ্জের ৯টিসহ৭২৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ ধাপে ভোট গ্রহণ হবে আগামী ৪ জুন। আগামী ৯ মে মনোনয়নপত্র জমার শেষ সময়।
এছাড়া মনোনয়নপত্র বাছাই ১১ ও ১২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ২০ মে প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং অফিসারা।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, ইউপি নির্বাচনের শেষ ধাপে ৭২৪ ইউপির ভোটের সময়সূচি জানিয়ে দেয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা বিজ্ঞপ্তি আকারে জারি করবেন।
তিনি বলেন, ‘শেষ ধাপেও সুষ্ঠু নির্বাচনে জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউপিগুলোতে ভোটগ্রহণ করা হবে।’
এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের, ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের, ১৫ মার্চ তৃতীয় ধাপের, ২৮ মার্চ চতুর্থ ধাপের ও ২১ এপ্রিল পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি।
এবার সারা দেশে সাড়ে ৪ হাজার ইউপিতে ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে।