মুন্সীবাজার মাদ্রাসায় খতমে বুখারী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও চক্ষু শিবির অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:৪৯:১৩,অপরাহ্ন ০১ মে ২০১৬ | সংবাদটি ৮৮৫ বার পঠিত
জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশী বাজার জকিগঞ্জ সিলেট-এর খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ও আল খায়ের ফাউন্ডেশন ইউকের অর্থায়নে গরীব অসহায় মানুষের মধ্যে ফ্রি চক্ষু শিবির শনিবার মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

প্রায় একহাজার চক্ষু রোগী চিকিতৎসা সেবা গ্রহণ করে এবং জঠিল রোগীরা অপারেশনের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠান জামিয়ার মুহতামিম আল্লামা মুকাদ্দাস আলীর সভাপতিত্বে ও হাফিজ মাও.আবদুল করীম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য দারুল উলূম বেরী মাদরাসার শায়খূল হাদীস যাকারিয়া (রহ.) এর সর্বশেষ খলিফা আল্লামা বিলাল বাওয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বৃটেনের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক মাও.মুফতি আবদুল মুনতাকিম, শাহবাগ জামিয়া মাদানিয়ার প্রিন্সিপাল ক্বারী আব্দুল হাফিজ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃমুফতি আবুল হাসান, জামিয়ার ভাইস প্রিন্সিপাল ও শায়খূল হাদীস আল্লামা আবদুল মুছাব্বীর আইয়রী, জামিয়া দারুল হুদা সিলেটের ভাইস প্রিন্সিপাল মাও.সিরাজুল ইসলাম,শাহবাগ জামিয়ার ভাইস প্রিন্সিপাল মুফতি মাসউদ আহমদ, সিনিয়র মুহাদ্দীস মাও.ফারূক আহমদ মাও.আবদুল হাফিজ মহিদপুরী, বিশিষ্ট রাজনীতিবিদ মাও.রেজাউল করিম জালালী, কাজির বাজার মাদরাসার মুহাদ্দীস মুফতি সিদ্দীক আহমদ চিশতী,শিক্ষক মুফতি রশীদ আহমদ,জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট-এর শিক্ষা সচিব হাফিজ মাও.আব্দুল মুকতাদির,হাড়িকান্দী মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাও.রিয়াজ উদ্দীন মুহাদ্দীস মাও.নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে বুখারী শরীফের সবক শেষে মোনাজাত পরিচালনা করেন আল্লামা বিলাল বাওয়া। বিজ্ঞপ্তি
Chat conversation end