কসকনকপুর ইউপিতে আব্দুর রহীমকে মজলিসের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৪:০৫:৩৭,অপরাহ্ন ০৪ মে ২০১৬ | সংবাদটি ৭৮৭ বার পঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিস ৮ নং কসকনকপুর ইউ /পি সাধারন সভা ও প্রার্থী ঘোষনা।আল্লামা আবদুল গাফ্ফার রহঃ ইসলামী একাডেমী মিলনায়তনে খেলাফত মজলিস কসকনকপুর
ইউপির শাখার সাধারণ সভায় প্রায় শতাধিক নেতা কর্মীর উপস্হিতিতে জকিগঞ্জ ০৮নং কসকনকপুর ইউ/পি
নির্বাচনে খেলাফত মজলিস মনোনিত চেয়ারম্যান পদ প্রার্থী শায়খে মামর খানি
র. এর ছাহেবজাদা মাওলানা আব্দুর রহিমকে চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হয়। এবংবিভিন্ন
পরিকল্পনা গ্রহণ করা হয়। আল্লামা আবদুল গাফ্ফার র. ইসলামী একাডেমী মিলনায়তনে ইউ/পি, সভাপতি ক্বারী আব্দুল জলিলের সভাপতিত্বে সেক্রেটারি ছাব্বির আহমদ এর পরিচালনায় মাওলানা আব্দুল হালিম এর
কোরআন তেলায়তের মাধ্যমে নির্বাচনী সভার কাজ শুরু হয়, শুভেচ্ছা রাখেন, জকিগন্জ উপজেলা সহ
সেক্রেটারি মুহাম্মদুল্লাহ বুলবুল রায়পুরী । সভায় উপস্থিত ছিলেন জকিগন্জ উপজেলা সহ সভাপতি মাওঃ আং: সবুর, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, সহ সেক্রেটারী শাহজান মোঃ সেলিম পৌর সেক্রেটারি
মাওঃ আং আহাদ.ইউ/ পি, বায়তুল সম্পাধক মাষ্টার জাকির হোসেন ওশেখ মাও: আবুল কালাম, ।এবংবিশেষ অতিথি ছাত্র মজলিস নেতা মোঃ জারির হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি