বিরশ্রীতে ২য় স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩:০২:৩১,অপরাহ্ন ১৫ মে ২০১৬ | সংবাদটি ৯৮৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: হাজারো দর্শকের উপস্থিতিতে জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের পীরনগর যুব সমাজ আয়োজিত ২য় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’র খেলা শনিবার বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে গজুকাটা ইলেভেন টাইগারকে ০-২গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মইয়াখালি ফুটবল একাদশ। খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠান খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু মিয়ার সভাপতিত্বে ও মারুফ মালিক লিয়ন এবং রুহেল আমীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক মালই মিয়া, ইউনুস আলী মেম্বার, সুলতান আজাদ, মো: আব্দুস ছালাম, এমাদ উদ্দিন, নূরুল ইসলাম সুহেল, মো: আব্দুল আহাদ ও এম মাহমুদ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ৩৫ইঞ্চি এলইডি টিভি, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে টিভি পুরস্কার প্রদান করা হয়।