ট্রাকসহ ৩ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ১:৪৭:১৯,অপরাহ্ন ১৪ জুন ২০১৬ | সংবাদটি ৯৪২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ ও কানাইঘাট থানা পুলিশ ট্রাকসহ ৩ডাকাতকে আটক করেছে। মঙ্গলবার ভোর ৪টা পরে তাদের আটক করা হয়। এদের মধ্যে কানাইঘাটে বাড়ি সয়ফুল হোসেন ওরফে নাক কাটা সয়ফুল জকিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। ওসি মো: সফিকুর রহমান খান জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে তাদের বারহালের শরীফাবাদ এলাকা থেকে আটক করা হয়েছে। নাক কাটা সয়ফুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে কানাইঘাট থানায়। বিকেলে ডাকাত কয়ছর ও সেলিমকে কানাইঘাট থানা আমাদের কাছে হস্তান্থর করবে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সোমবার দিবারাত দেড়টার দিকে জকিগঞ্জের মাতারগ্রামের মুজিবুর রহমানের বাড়ি ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা ধরা পড়ে। পরে আজ দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।