বাবা দিবসে শাহরুখ পেলেন সেরা উপহার
প্রকাশিত হয়েছে : ৬:৩৬:৩১,অপরাহ্ন ২০ জুন ২০১৬ | সংবাদটি ২৯৪০ বার পঠিত
বিশ্ব বাবা দিবসে বলিউডের অন্যান্য তারকারা যখন তাদের বাবাদের সঙ্গে পুরনো ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। সেই সময়ে বলিউড সুপারস্টার শাহরুখের অতি আদরের ছোট্ট ছেলে আব্রাম তার বাবাকে উপহার দিয়েছে নিজের অঙ্কিত শিল্পকর্ম।
ছোট্ট আব্রাম তার রঙ পেন্সিল দিয়ে বানিয়েছে দারুণ সুন্দর একটি কার্ড। সেখানে ভালোবাসার চিহ্ন দিয়ে গোটা অক্ষরে লেখা ‘আই লাভ পাপা।’
মা গৌরী খান অবশ্য ছেলের নান্দনিক কর্ম সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে ভুলেনি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে গৌরী খান লিখেছেন, ‘আব্রাম একজন শিল্পী…শুভ বাবা দিবস।’