জকিগঞ্জে ৩ট্রাক ধান আটক, ১ ট্রাককে ২০হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:১৪,অপরাহ্ন ২২ জুন ২০১৬ | সংবাদটি ৫৪৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেট ও হবিগঞ্জ থেকে ধান ক্রয় করে জকিগঞ্জের খাদ্য গোদামে পৌছার আগেই ৩ট্রাক ধান জব্ধ ও জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। বিষয়টি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার।বলেছেন, একটি ট্রাককে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মেট্রো ড ১১-০৪১৬, সিলেট ড ১১-০৩২১ ও ঢাকা মেট্রো ঢ ১৮-৯৮৯১ এই ৩টি ট্রাক জকিগঞ্জ-শেওলা রোডের পীরনগর এলাকা থেকে জব্ধ করা হয়। কার্ডধারী কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে জকিগঞ্জ ও কালিগঞ্জের খাদ্য গোদাম। কিন্তু তারা সিন্ডিকেট ব্যবসায়ীদের মাধ্যমে ক্রয় করে কেজি প্রতি উৎকোচ গ্রহণ করছেন। এতে বঞ্চিত হন স্থানীয় কৃষকেরা।জকিগঞ্জ খাদ্য গোমাদের ওসি এলএসডি ফয়জুল হক ও জকিগঞ্জ খাদ্য গোদামের ওসি এলএসডি লাকি রানী দের বিরুদ্ধে অভিযোগ থাকার পরও তারা বহাল তবিয়তে রয়েছেন।
উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, কৃষকদের অধিকার হরণ করে বাহির থেকে ট্রাক বোঝাই করে ধান আনা হচ্ছে। হাওরে পোনা অবমুক্ত করতে গিয়ে পীরনগর এলাকায় ট্রাক গুলো আমার নজরে আসে। সাথে থাকা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার পর তিনি ৩টি ট্রাক ভর্তি ধান জব্ধ করেন।