আল খাইর ইউকে (লন্ডন)’র উদ্যোগে ৫শ দরিদ্রদের মধ্যে ১২আইটেমের ফুডপ্যাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩:৩১:২৫,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬ | সংবাদটি ৮৪৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আল খাইর ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে এবং জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর ব্যবস্থাপনায় রামাযান ফুড প্যাক প্রজেক্ট ২০১৬ মঙ্গলবার (২৮ রমযান) জকিগঞ্জের মুনসীবাজার মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। কসকনকপুর ও বারঠাকুরী ইউপির ৩শতাধিক দরিদ্রদের মধ্যে চাল, ডাল, সয়াবিন তেল, ময়দা, তেল, চিনি, চাসহ ১২টি আইটেমের একটি প্যাক দেওয়া হয়। এছাড়া ২শ ছাত্র-ছাত্রীদের মধ্যেও প্যাকেট বিতরণ করা হয়। ইসলামী ব্যক্তিত্ব, মুফতি আব্দুল মুনতাকিম এর তত্ত্বাবধানে ও আল খাইর ফাউন্ডেশন ইউকের অর্থায়নে এবং সিলেটের প্রথম উচ্চতর গবেষণামূলক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের ব্যবস্থাপনায় এ প্রজেক্ট প্রতি বছর ধারাবাহিকভা বাস্তবায়ন হয়। প্রায় ২হাজার টাকা মূল্যের একেকটি প্যাকেট বিতরণ করা হয়। যতে চাল, ডাল, সয়াবিন তেল, চা, চিনি, ময়দা, লাচ্ছি, মসলা, লবণ ইত্যাদি ১২টি আইটেম রয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী। প্রধান অতিথি ছিলেন কসকনকপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ। উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আব্দুল জলিল, মাওলানা ইউনুস আহমদ খাদিমানী, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, আব্দুল হালিম, প্রবাসী সুলতান আহমদ ও শিক্ষক মাওলানা তোফায়েল আহমদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা ও প্রজেক্ট বাস্তবায়নের দায়িত্বে ছিলেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের শিক্ষা সচিব মাওলানা আব্দুল মুক্তাদির।