প্রচ্ছদ প্রবাস বার্তা তামিম চৌধুরীর ঈদ শুভেচ্ছাতামিম চৌধুরীর ঈদ শুভেচ্ছা প্রকাশিত হয়েছে : ৭:৩৩:৪৮,অপরাহ্ন ২৪ মে ২০২০ | সংবাদটি ৪২০ বার পঠিত ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। করোনা সংকটের কারণে এবার প্রথম ব্যতিক্রম ঈদ উপদযাপন করবো।দোয়া করি দেশ এবং প্রবাসের সকলকে আল্লাহ ভালো রাখুন। সুস্থ রাখুন।জকিগঞ্জ, সিলেট তথা দেশের সকলকে ঈদ মোবারক।তামিম চৌধুরীইনামতি, জকিগঞ্জ, সিলেট।