- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- ‘টিম জকিগঞ্জ’ এর স্বেচ্ছাসেবক পরিচিতি ও পুরস্কার বিতরণ
‘টিম জকিগঞ্জ’ এর স্বেচ্ছাসেবক পরিচিতি ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:০২:০৫,অপরাহ্ন ০২ নভেম্বর ২০২১ | সংবাদটি ২৮৬ বার পঠিত
জকিগঞ্জের অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ ‘টিম জকিগঞ্জ’এর স্বেচ্ছাসেবক পরিচিতি ও ফটো কন্টেস্ট এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শাহরিয়ার হোসেন সাগর ও মো. মোহতাদী রাহাতের সঞ্চালনায় এবং সৈয়দ রেদওয়ান আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের এডমিন মো. রুহুল আমিন। তাঁর বক্তব্যে ‘টিম জকিগঞ্জ’ গঠনের পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরেন। জকিগঞ্জের নানা অসঙ্গতি নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন পল্লীবিদ্যুৎ এর বিড়ম্বনা থেকে পরিত্রাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে টিম জকিগঞ্জ। ইতোপূর্বে বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি চিঠিও পাঠিয়েছে টিম জকিগঞ্জ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও টিম জকিগঞ্জের শুভাকাঙ্কী এম এ জি বাবর, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গ্রুপের শুভাকাঙ্কী আব্দুল আহাদ, কামরুল ইসলাম মিন্টু, সাইফুল ইসলাম শিহাব, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব দেলওয়ার হোসেন, ব্যাংক কর্মকর্তা বিলাল আহমদ, কয়েছ আহমদ চৌধুরী, দেলোয়ার হোসেন, মানবসেবা ফাউন্ডেশন এর পক্ষে মিজান রাজ, ডায়নামিক সোসিয়াল কমিউনিটির পক্ষে মো. নাসের উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাদিম, শাওন, এম.এ মারজান, জসিম লষ্কর, জুয়েল,দিদার, রুমেল, মাসুদ কাদের, জামিল, মুমিন, সালমান,হাসান, সারোয়ার, জুয়েল,লিপু, শরীফ, নাহিদ, রাসেল, রুবেল, মাছুম, উসমান, রাহি, আলি, রাশেদ, জাবেল, শাকীর, মাহমুদুল হাসান, সুদীপ্ত, মামুন, লুৎফুর, আব্দুর রহমান, বদরুল, শিহাব, মুন্না ও সাইদুল।
সব শেষে ফটো কন্টেস্ট এর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।