নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ১২:১৬:২২,অপরাহ্ন ০৭ মার্চ ২০২২ | সংবাদটি ২৯৩ বার পঠিত
আল ইহসান একাডেমি জকিগঞ্জ সিলেটে
পদের নাম: সহকারি শিক্ষক ইংরেজী ০১ জন, গণিত ০১ জন, বিজ্ঞান ০১ জন,। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনকারীকে পদের নাম উল্লেখসহ জীবনবৃন্তান্ত, দুইকপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, নগদ ৩০০/= (তিন শত) টাকাসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র, সভাপতি, আল ইহসান ফাউন্ডেশন, জকিগঞ্জ, সিলেট বরাবর আগামী ১৬.০৩.২০২২ খ্রি তারিখ বিকাল ৩.০০ টার মধ্যে একাডেমিক অফিসে পৌছাতে হবে। উল্লেখ্য যে, জীবনবৃন্তানের সাথে অবশ্যই মোবাইল নম্বর দিতে হবে। পরীক্ষার তারিখ মোবাইলে জানানো হবে।
সভাপতি
আল-ইহসান ফাউন্ডেশন, জকিগঞ্জ, সিলেট।
যোগাযোগ: ০১৭৩৩৪৭৮৯৫৬/০১৯১৫৪৬৭৮৬৩