জকিগঞ্জ কানাইঘাটবাসীকে লন্ডন প্রবাসী শামীম আমদের ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৪:২৮:৪৭,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৮৫ বার পঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জকিগঞ্জ কানাইঘাটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী, যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, যুক্তরাজ্য মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক, কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন পবিত্র ঈদুল ফিতর সবার জন্য অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনুক। বলেন আমি করোনা সংকটে, বিগত ভয়াবহ বন্যায় বা যে কোন দুর্যোগে অসহায়, দরিদ্র মানুষকে সহায়তা করে আসছি। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে জকিগঞ্জ কানাইঘাটের অনেক নেতা কর্মীকে নিয়ে যোগদান করি এবং টুঙ্গিপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছি। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালিন লন্ডন প্রবাসীদের অবদান রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রবাসী বান্ধব বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে নির্বাচন করার সব রকমের প্রস্তুতি রয়েছে। আমিও মনোনয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ দল আমাকে মূল্যায়ন করবেন। জকিগঞ্জ কানাইঘাটবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।