প্রধানমন্ত্রী বরণে প্রস্তুত সিলেট
প্রকাশিত হয়েছে : ১:০৫:৪৯,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৪০ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সিলেটে ১০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ১২ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি ঐতিহ্যবাহী মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সিলেট নগরীকে। র্যাব-পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ৬ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন। ১৭ জানুয়ারি থেকে এসএসএফ সদস্যরাও সিলেটে অবস্থান নিয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুলগাছ লাগিয়ে সৌন্দর্য্য বৃদ্ধি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলে দুদিন থেকে সিলেটে অবস্থান করছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। দফায় দফায় কর্মিসভা করে প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমূদ্রে পরিণত করার তাগিদ দিচ্ছেন স্থানীয় নেতাদের।
বুধবার জনসভাস্থল আলীয়া মাদরাসা মাঠে গিয়ে দেখা গেছে, মাঠের পূর্বপাশে বিশালাকার মঞ্চ তৈরির কাজ প্রায় সমাপ্ত। মদনমোহন কলেজেও মঞ্চ প্রায় প্রস্তুত।
প্রধানমন্ত্রীর সিলেট সফরের প্রস্তুতি প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে সিলেটে বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর আগমনে সিলেটের সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানান এ দু’নেতা। –