হাইলইসলাম পুর গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত; ২১০মিটারে সংযোগ
প্রকাশিত হয়েছে : ৩:০৪:৩৭,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৮৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সদর ইউনিয়নের হাইলইসলামপুর গ্রামের ২১০টি মিটারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ উপলক্ষ্যে পুরো গ্রামে বইছে আনন্দের বন্যা। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার সর্বস্থরের মানুষ। সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য, আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুর রহমান মেম্বার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমাদ উদ্দিন, ফারুক আহমদ শামীম, বাছিতুর রহমান বাছিত, দেলোয়ার হোসেন, আব্দুর রউফ ময়নুল, হোসেন আহমদ, নজমুল ইসলাম, পল্লী বিদ্যুৎ অফিসের আখতার হোসেন ও ইউসুফ আলী প্রমূখ। গ্রামের প্রবীণরা জানান স্বাধীনতার ৪৫বছর পরে বিদ্যুতের আলো পেয়েছি। জীবনের শেষ প্রান্থে এসে কিছুটা প্রশান্তি পাবো। শিক্ষার্থী সোহেল জানায় রাতে লেখাপড়া করতে অনেক বেগ পেতে হয়েছে। এখন থেকে বিদ্যুতের আলোয় লেখাপড়া করবো, এ জন্য আনন্দের সীমা নেই। বিদ্যুৎ পেতে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান গ্রামবাসী।