জকিগঞ্জে প্রথম দূরন্ত নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল শুক্রবার
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৩৩,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৬ | সংবাদটি ৮৬০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার বকস আলী মাজার সংলগ্ন খেলার মাঠে এই প্রথম দূরন্ত নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। খেলায় ২৮টি দল অংশ নেয়। ইতোমধ্যে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড সম্পন্ন হয়েছে। শুক্রবার কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনাল খেলায় ৭টি দল অংশ নেবে। তবে একটি দল রিজার্ভে থাকায় তারা সরাসরি সেমি-ফাইনালে খেলবে।
খেলার আয়োজক এইচ এম দেলোয়ার জানান, জকিগঞ্জে এই প্রথম ফ্লাড লাইট দ্বারা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি খেলায় মাঠে বিপুল দর্শকের উপস্থিতি ছিল লক্ষনীয়। খেলা উপভোগ করতে সকলের উপস্থিতি কামনা করেছেন দেলোয়ার।