পরীক্ষামূলকভাবে চালু হলো জকিগঞ্জে পল্লী বিদ্যুতের ২য় সাব স্টেশন
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:৪৪,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৬ | সংবাদটি ১৩২৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রত্যাশিত পল্লী বিদ্যুতের সাব স্টেশন চালুর মধ্য দিয়ে সাধারণ মানুষের দাবি বাস্তবে রুপ নিয়েছে। আর স্টেশনটি পুরোদমে চালু হলে সেই এলাকার মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করবেন।জকিগঞ্জের সন্তান ড. আহমদ আল কবিরের ঐকান্তিক প্রচেষ্টায় জকিগঞ্জের কসকনকপুরে পরীক্ষা মূলকভাবে চালু হলো আজ শুক্রবার পল্লী বিদ্যুতের ২য় সাব স্টেশন।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির রাজনীতিক লোকমান উদ্দিন চৌধুরী, পল্লী বিদ্যুৎ ১ এর পরিচালক আখতার হোসেন রাজু, সিলেটের জিএম মাহবুবুল আলম, আরইবির জাহাঙ্গির আলম, জগলুল হায়দার, কেসিএলএর হুমায়ুন কবির, ডিজিএম গোলাম মোস্তফা, সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, যুব নেতা আব্দুর রাজ্জাক রিয়াজ প্রমূখ।