জকিগঞ্জের ৩ইউপিতে বিএনপির প্রার্থী নির্ধারণ, ৬টিতে ১৬মার্চ ভোট
প্রকাশিত হয়েছে : ১০:৪২:১৭,অপরাহ্ন ১৪ মার্চ ২০১৬ | সংবাদটি ১৭৭২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ৯ইউপির মধ্যে ৩ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থীতা নির্ধারণ করেছে বিএনপি। বারহাল ইউনিয়নে বুরহান উদ্দিন রনি, জকিগঞ্জ ইউনিয়নে হাসান আহমদ মেম্বার, বারঠাকুরীতে নাছির উদ্দিন। উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান জকিগঞ্জ বার্তাকে জানান, গতকাল বেলা ১১টায় পৌরশহরস্থ ইখওয়ান সেন্টারে দলের ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে নিয়ে অনুষ্ঠিত সভায় বারহাল, জকিগঞ্জ ও বারঠাকুরী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হয়েছে। বাকি ৬টিতে ১৬মার্চ ঐ একই স্থানে ভোটের মাধ্যমে প্রার্থীতা নিশ্চিত করা হবে। তারা আরো বলেন, একাধিক প্রার্থী থা্কলেও ভোটের মাধ্যমে তা শান্তিপূর্ণভাবে নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন।