জকিগঞ্জের কাস্টমঘাটে ধরা পড়লো ১মন ওজনের বাঘ মাছ; ৫০,০০০টাকা বিক্রি
প্রকাশিত হয়েছে : ৩:২৫:১৮,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৬২৩৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কুশিয়ারা নদীর কাস্টমঘাটে ১মন ওজনের একটি বাঘ মাছ ধরা পড়েছে। আজ শনিবার ভোর ৫টায় পৌর এলাকার পীরেরচক গ্রামের আনোয়ার ও ইসুব আলীর টানা জালে ধরা পড়ে।
গ্রামের আব্দুর রাজ্জাক জকিগঞ্জ বার্তাকে জানান, প্রতিদিনের মতো তারা রাতে জালটি নদীতে ফেলে যায়। ভোরে জাল তুলে বিশালাকৃতির ৪০কেজি ওজনের অধিক মাছটি তারা পায়। এ খবর জানার সাথে সাথে শত শত উৎসুক মানুষ মাছটি দেখতে ভির করেন। এই প্রথম মাছটি ধরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছে আনোয়ার ও ইসুব আলী। সিলেটের কাজীরবাজারের মাছের আড়তে ৫০,০০০টাকা মাছটি বিক্রি করেছে তারা।