শাবিপ্রবির শিক্ষার্থীরদের (জেডএস.ও) কাস্টমঘাটে ঈদ পূণর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১:৩৫:০৯,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৬ | সংবাদটি ৮০৫ বার পঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র -ছাত্রীদের নিয়ে গড়া সংগঠন “জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশন অব সাস্ট” এর ঈদ পূনর্মিলনী আজ বিকাল ৪ টায় কুশিয়ারা নদীর তীরে জকিগঞ্জ কাস্টমসে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক তানভীর আল হাসানের পরিচালনায় ও সহসভাপতি ফয়েজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাবিপ্রবির সহকারী রেজিস্টার্ড ফয়সল আহমদ, রুপালি ব্যাংকের সিনিয়র অফিসার আবুল হোসাইন, আরটিএম এর অফিসার রুহুল আমিন, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের জুবায়ের অহমদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফুয়াদ বিন নাসির ও খালেদুর রহমান,বাংলা বিভাগের মনসুর হাল্লাজ ও সৌরব দাস,নৃবিজ্ঞান বিভাগের আবু মুসা, অর্থনীতি বিভাগের সপন আহমদ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের কামরুজ্জামান, ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের এহসান মাহবুব ফাহাদসহ আরো বক্তব্য রাখেন ব্যাবসায়ি ও সংগঠক শাহিন তালুকদার, ইনামতি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি আহমেদ জামিলসহ আরো অনেক।