জকিগঞ্জ বার্তায় রিপোর্ট প্রকাশের পর সেই পরিবারকে প্রবাসী সংস্থার সহায়তার উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:২৯,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৬২০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামের প্রতিবন্ধি, ভিক্ষুক মুজিবুর রহমান ও তার পুত্র, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে আলীম পরীক্ষার্থী কামরুল ইসলামকে নিয়ে হাজার হাজার পাঠকের প্র্রিয় অনলাইন ন্পোর্টাল জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমে রিপোর্ট প্রকাশের পর জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থা সহায়তার উদ্যোগ গ্রহণ করেছে। সংস্থার উপদেষ্টা, দুবাই প্রবাসী শিহাব খান ও সাধারণ সম্পাদক মাহফুজ হাজারি ইতোমধ্যে বিষয়টি নিয়ে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্নার সাথে আলোচনা করেন। তারা বলেন, রিপোর্টটি প্রকাশের পর থেকেই মনে বড় কষ্ট লাগে। অন্তত পক্ষে এই পরিবারের জন্য কিছু একটা করতে হবে আমাদের। ভিক্ষাবৃত্তির পেশা থেকে সেই প্রতিবন্ধিকে কর্মসংস্থানের চেষ্টা করবো শীঘ্রই। দেশে অবস্থানরত সংস্থার কোষাধ্যক্ষ কবির আহমদ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছেন।

