মুহাম্মদ মুনতাসির আলী-বহুমুখী প্রতিভার অধিকারী
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:০৫,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৮০৭ বার পঠিত
মুহাম্মদ মুনতাসির আলী-বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে একজন রাজনীতিবিদ,সমাজসেবি,সাংবাদিক,কলামিস্ট,সাহিত্যিক ও সাহিত্য পৃষ্টপোষক।বর্ণাঢ্য প্রতিভার অধিকারী গুণধর এ ব্যক্তিত্বের জন্ম ১৯৭১ সালের ২৭ ডিসেম্বর বাসিয়া নদী বিধৌত জনপদ বিশ্বনাথের জাহার গাঁও এর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।তাঁর পিতা মরহুম হাজী সমুজ আলী।
মুহাম্মদ মুনতাসির আলী ১৯৮১ সালে বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। ১৯৮৭ সালে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এস এস পরীক্ষায় উত্তীর্ণ হন।তিনি ১৯৮৯ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচ এস সি এবং ১৯৯৪ সালে এমসি কলেজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএস এস ডিগ্রী অর্জন করেন।১৯৯৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ এবং ২০০৮ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।
প্রখর মেধার অধিকারী মুহাম্মদ মুনতাসির আলী ৮ম শ্রেণীর ছাত্র থাকাবস্থায়ই ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন।১৯৯০ সালে জ্ঞান অর্জন,চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের শ্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আত্ন প্রকাশ করলে বিশ্বনাথের ছাত্র সমাজকে সংগঠিত করে তিনি ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি নির্বাচিত হন।পরবর্তীতে তিনি ছাত্র মজলিসের সিলেট সরকারী কলেজ সভাপতি,এমসি বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি, সিলেট শহর শাখার সভাপতি,কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করেন।১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।নব্বইয়ের স্বৈরাচার বিরুধী আন্দোলন, বাবরী মসজিদ লংমার্চ, নাস্তিক-মুর্তাদ প্রতিরোধ আন্দোলন,সিলেট বিভাগ আন্দোলন,পার্বত্য শান্তি চুক্তি বিরুধী লংমার্চ,আওয়ামী সরকারের পতন আন্দোলন, টিপাই বাঁধ বিরুধী সংগ্রামসহ নানা আন্দোলন সংগ্রামে তাঁর বলিষ্ট নেতৃত্ব হিরন্ময় ইতিহাস হয়ে আছে।তিনি বিগত আওয়ামীলীগ সরকার বিরুধী ছাত্র ঐক্যের সফল রুপকার ও ইশতেহার রচয়িতা।
২০০০ সালেই তিনি গণ মানুষের সংগঠন খেলাফত মজলিসে যোগদান করেন।২০০১ সালে তিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয় তাকে।২০১০ সাল থেকে তিনি এই সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সফলতার সাথে পালন করছেন।
মুহাম্মদ মুনতাসির আলী বাল্যজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতি,খেলা-ধুলা ও সমাজসেবায় আগ্রহী ছিলেন।১৯৮৯ সালে তিনি বিশ্বনাথ মোহামেডান স্পোটিংক্লাব প্রতিষ্ঠা করে এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।১৯৯২ সালে সাপ্তাহিক ইস্তেকলালের নির্বাহী সম্পাদক,২০০১ সালে জাতীয় সাপ্তাহিক বিক্রম-এর সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করেন।২০০২ সাল থেকে তিনি শিশু কিশোর ম্যাগাজিন’ মাসিক গোলাপ কুঁড়ি’ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।এ ছাড়া জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত তাঁর প্রবন্ধ-নিবন্ধ ও কলাম পাঠক প্রিয়তা পেয়েছে।
মোহাম্মদ মুনতাসির আলী ঢাকার মহাখালিতে আবাবিল একাডেমি,বিশ্বনাথ উপজেলা সদরে মর্নিংস্টার একাডেমী প্রতিষ্ঠা করে মান সম্পন্ন শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা পালন করছেন।এ ছাড়া আর্ত সামাজিক বিভিন্ন ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আমরা এই গুণী ব্যক্তিত্বের সু স্বাস্থ,সুখী জীবন ও দীর্ঘ হায়াত কামনা করছি।

