সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৩নং ওয়ার্ডে সদস্য প্রার্থী বাবর লস্কর
প্রকাশিত হয়েছে : ৫:১৩:০৫,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৬ | সংবাদটি ১২২৬ বার পঠিত
আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৩নং ওয়ার্ডের সম্বাব্য সদস্য প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক পদকপ্রাপ্ত সিলেট বিভাগের শ্রেষ্ট যুব সংগঠক, নিরাপদ সড়ক চাই সিলেট জেলা শাখার সভাপতি, সিলেট জেলা ক্রীড়া উন্নয়ন সংস্থার সদস্য সচিব, প্রতিবন্ধি ও শিশু সুরক্ষা সংস্থার সিনিয়র সহ সভাপতি, জিন্দাবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, তরুণ সমাজকর্মী রোটারিয়ান এম বাবর লস্কর।
তিনি জেলা পরিষদ নির্বাচনী এলাকার ১৩নং ওয়ার্ডের জকিগঞ্জ উপজেলা পরিষদ, জকিগঞ্জ পৌরসভা, কাজলসার, জকিগঞ্জ, সুলতান পুর, বারঠাকুরী, কসকনকপুর ও মানিকপুর ইউনিয়ন নিয়ে গঠিত ১৩নং ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করবেন বলে গণ মাধ্যমকে জানিয়েছেন।
সংগঠক এম বাবর লস্কর জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের (গোটার গ্রামের) ঐতিহ্যবাহী লস্করবাড়ীর মরহুম ডা: রইছ আলী লস্করের কনিষ্ঠ পুত্র। তিনি দীর্ঘ দেড় যুগ থেকে রাজনীতি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে থেকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন।
ইতিমধ্যে বিভিন্ন সংগঠন মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ ও গরীব দু:স্থদের সাহায্য-সহযোগিতা করে আসছেন, তিনি জকিগঞ্জের মাটি ও মানুষের অধিকার আদায়ের লক্ষে জেলা পরিষদ নির্বাচনে সদস্য হয়ে বর্তমান সরকারের চলমান উন্নয়ন যাত্রাকে আরো তরান্নিত করে এলাকার উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে চান। তিনি ১৩নং ওয়ার্ডবাসীর সেবা করতে সকল জনপ্রতিনিধি সহ সকল মহলের সহযোগীতা সমর্থন ও দোয়া কামনা করছেন।

