জকিগঞ্জের অনিক নিউইয়র্ক যুবলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় জুবেরের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ৪:১৭:২০,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৮৫১ বার পঠিত
জকিগঞ্জের মিজানুর রহমান চৌধুরী অনিক নিউইয়র্ক যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তারই বাল্য বন্ধু পর্তুগাল প্রবাসী জুবের আহমদ। জুবের জানান, বন্ধু’টি সাংগঠনিক মনোনীত হওয়ায় নিজের মধ্যে এক আনন্দ অনুভব করছি। দোয়া করি আগামী জীবন যেনো আরও সুখের এবং আনন্দময় হয়।
অনিকের গ্রামের বাড়ি জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। তার বড় ভাই অলিউ রহমান চৌধুরী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন। তাদের পিতার নাম মরহুম হাবিবুর রহমান। ১৩নভেম্বর অনুষ্ঠিত ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সুয়েব আহমদ। বিজ্ঞপ্তি

