জকিগঞ্জের ব্যবসায়ী মঈন উদ্দিনের ইন্তেকাল, জানাযা রোববার বিকেলে
প্রকাশিত হয়েছে : ১:৪৭:৩০,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০২১ | সংবাদটি ৪৩৯ বার পঠিত
জকিগঞ্জ বাজারস্থ মসজিদ মার্কেটের উজ্জল গার্মেন্টস এর মালিক, পঙ্গবট গ্রামের বিশিষ্ট মুরব্বী মো. মঈন উদ্দিন আজ রোববার সিলেটে নেয়ার পথে গোলাপগঞ্জ হাসপাতালে হার্টএট্যাকে বেলা ১১ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিয়ুন। মরহুমের জানাযা বিকেল ৫ টা ২০ মিনিটের সময় মাইজকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে দুই ছেলে উজ্জল আহমদ এবং হাসান আহমদ ছাড়াও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
একজন নম্র, ভদ্র ও স্বজ্জন ব্যক্তির ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।