- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- কাজলসারে আশরাফুল ও সুলতানপুর ইউপিতে রফিক বিজয়ী
কাজলসারে আশরাফুল ও সুলতানপুর ইউপিতে রফিক বিজয়ী
প্রকাশিত হয়েছে : ২:৪৯:২৫,অপরাহ্ন ১৬ জুন ২০২২ | সংবাদটি ১৭৬ বার পঠিত

কাজলসার ও সুলতানপুর ইউপিতে আশরাফুল এবং রফিক বিজয়
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়ন ও সুলতানপুর ইউনিয়নের নির্বাচন বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আসেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এ সময় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসাইন, ইউএনও এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
নির্বাচনে কাজলসার ইউনিয়নে আনারস প্রতিকের প্রতিনিধি আশরাফুল আম্বিয়া ৩৬৮৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন চশমা প্রতিকের প্রতিনিধি চেরাগ আলী ২৯৭১ ভোট পেয়েছেন।
সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আনারস প্রতিকের প্রতিনিধি রফিকুল ইসলাম ৪৬৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন নৌকা প্রতিকের প্রতিনিধি ইকবাল আহমদ চৌধুরী একল ৩৫৭৪ ভোট। বুধবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা (অ. দা) ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল। এর আগে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন কর্মকর্তা এ এইচ এম ফেরদৌস জামান সিদ্দিকী, প্রাণী সম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান।
ফলাফল ঘোষণার ফাঁকে বিজয়ী চেয়ারম্যানদ্বয় সর্বস্থরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।