জকিগঞ্জে বজ্রপাতে মাওলানা হাবিবুর রহমানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২:১১:৫৬,অপরাহ্ন ০৬ জুলাই ২০২২ | সংবাদটি ৮৬৪ বার পঠিত
জকিগঞ্জে বজ্রপাতে মাওলানা হাবিবুর রহমানের মৃত্যু
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাওলানা হাবিবুর রহমান উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত ডালু মিয়ার ছেলে।
নিহতের প্রতিবেশী আলী হোসেন জানান মঙ্গলবার সন্ধ্যার একটু আগে বাড়ির পাশে কুটি জাল দিয়ে মাছ ধরতে ছিলেন হাবিবুর রহমান। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন৷ দ্রুত তাঁকে উদ্ধার করে সিলেটে নেওয়ার পথে তিনি মারা যান। ব্যক্তিগত জীবনে একটি মাত্র মেয়ে আর স্ত্রী নিয়ে তাঁর সংসার ছিল। মা ও বাবা হীন এতিম হাবিবুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
০৫ জুলাই ২০২২