জকিগঞ্জে ১৫ শ টিন ও নগদ আড়াই লক্ষ টাকা বিতরণ
প্রকাশিত হয়েছে : ৮:৫০:৫৯,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০২২ | সংবাদটি ১৬৩ বার পঠিত
জকিগঞ্জে ১৫ শ টিন ও নগদ আড়াই লক্ষ টাকা বিতরণ
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে মুসলিম চ্যারিটির অর্থায়নে, সিলেট যুব একাডেমীর সহযোগিতায় বিপন্ন, সুবিধাবঞ্চিত ৫০ টি পরিবারকে ১৫ শ টিন ও নগদ আড়াই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে বুধবার। এ উপলক্ষে এক সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফয়সাল৷ বক্তব্য দেন মুসলিম চ্যারিটির কান্ট্রি কো অর্ডিনেটর মো. ফজলুল করিম, সিলেট যুব একাডেমীর নির্বাহী পরিচালক ফয়ছল আহমদ। সভায় রাজনীতিক, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সুবিধাবঞ্চিত ৫০ জনকে সহায়তায় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি এবং মুসলিম চ্যারিটি সহ সংশ্লিষ্টদের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্থানীয়রা। সুবিধাভোগীরাও প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।