জকিগঞ্জে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১২:১১:৫৬,অপরাহ্ন ২২ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৮৯ বার পঠিত
জকিগঞ্জে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
জকিগঞ্জ প্রতিনিধি
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার) জকিগঞ্জ শাখার কার্যকারী কমিটি গঠিত হয়েছে। গোপন ভোটের মাধ্যমে ২০২৩-২০২৫ অর্থবছরের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন সংগঠনের সদস্য বিভিন্ন ওষুধ কোম্পানির স্থানীয় প্রতিনিধিরা।
এতে আখতার হোসেন রাজু সভাপতি, শামীম আহমদ সাধারণ সম্পাদক ও গোলাম কিবরিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে জকিগঞ্জ পৌর শহরের ইখওয়ান সেন্টারে কমিটি গঠন উপলক্ষে ভোট গ্রহণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্ঠা ছিলেন মো. আব্দুস ছবুর তাপাদার, সহকারী নির্বাচন কমিশনার ও উপদেষ্ঠা ছিলেন যথাক্রমে শিপুল চন্দ্র বিশ্বাস, মো. ইউনুস ও মো. লিয়াকত হোসেন।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ। বক্তব্য দেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক রিপন আহমদ, দৈনিক একাত্তরের কথা, সিলেট প্রতিদিন ২৪ ডটকম ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এনামুল হক মুন্না, প্রদীপ ড্রাগ হাউসের মালিক প্রদীপ রায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আব্দুল কুদ্দুস, বুশরা ড্রাগ হাউসের মালিক আব্দুল কাদির, ডা. ছাব্বির আহমদ, ফারিয়ার বিদায়ী সভাপতি মো. লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক কামিল আহমদ তাপাদার। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পরামর্শের মাধ্যমে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন। দায়িত্ব পালনে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।