জকিগঞ্জের নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:০৭:৪৬,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৫৩ বার পঠিত
জকিগঞ্জের নিখোঁজ শিশুর লাশ উদ্ধা
আল হাছিব তাপাদার, জকিগঞ্জ
জকিগঞ্জের বারহাল ইউপির নিদনপুর গ্রামের মোস্তফা আহমদের শিশুপুত্র রুহান আহমদ (৪) এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির সামনের জলাশয়ে তার লাশ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
এরআগে গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে আরো ৩ শিশুর সঙ্গে থাকাকালে রুহান বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। পরিবারের প্রাথমিক ধারণা ছিলো রুহান হয়তো পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সম্ভাব্য জলাশয়ে উদ্ধার অভিযান চালায়। কিন্তু রুহানের লাশ পাওয়া যায়নি বলে উদ্ধার অভিযান বন্ধ করা হয়। জলাশয়ে রুহানের লাশ না পাওয়ায় পরিবারে উদ্বিগ্ন বেড়ে যায়।
অবশেষে শুক্রবার সকালে বাড়ির সামনের জলাশয়েই লাশ ভেসে ওঠে বলে নিশ্চিত করেন নিখোঁজ শিশুর মামা এমদাদুল হক শুভ। তিনি জানান, পানিতে ডুবেই তার ভাগ্নের মৃত্যু ঘটেছে।