জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১:১৪:২৮,অপরাহ্ন ০১ নভেম্বর ২০২৩ | সংবাদটি ২২ বার পঠিত
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপ
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের প্রথম অনলাইন সংগঠন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জকিগঞ্জ বাজারস্থ পরিষদের কার্যালয়ে মঙ্গলবার রাতে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
পরিষদের সভাপতি সোলেমান লস্করের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলুর পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র আব্দুল আহাদ।
প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী!
বিশেষ অতিথি ছিলেন এবং বক্তব্য দেন ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, পরিষদের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, অব. সার্জেন্ট মো. বেলাল, পৌর সভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ডের কাউন্সিলার আবুল কালাম, সাংবাদিক এনামুল হক মুন্না, বৃহত্তর খলাছড়া প্রবাসী সমাজসেবা পরিষদের সভাপতি শিহাব উদ্দিন ও কোষাধ্যক্ষ আব্দুল মুনিম, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিছবাহ, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন মনই, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. খালেদ সাইফুল্লাহ, সদস্য সুমন বিশ্বাস, বাপ্পন রায়, ছাইম আহমদ, ইমরান আহমদ, বদরুল ইসলাম, ইয়াছিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ শাহজাহান আহমদ। অতিথিবৃন্দ জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। নেতৃবৃন্দ মরহুম ইকবাল তালুকদার, এন আই সুজন ও সুশীল বিশ্বাসকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।