জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের চানপুর গ্রামের বাসিন্দা, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা নিপেন্দ্র চন্দ্র বিশ্বাস বুধবার বেলা ১১ টা ২৫ মিনিটের সময় নিজ বাড়িতে পরলোক গমন করেন। তিনি ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বিকেল ৪ টার সময় সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্তের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দল তাঁর প্রতি শ্রদ্ধা রেখে নিজ বাড়ির আঙ্গিনা প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় শ্বশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।