ব্যারিস্টার সুমন এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৫১,অপরাহ্ন ৩০ জুন ২০২৪ | সংবাদটি ২৭ বার পঠিত
ব্যারিস্টার সুমন এমপিকে হত্যার
হুমকির প্রতিবাদে সিলেটে
মানববন্ধন
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকি দাতাদের শনাক্ত করে অতিদ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ জুন ২০২৪) রোববার বিকেলে সিলেট নগরের চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেটের সর্বস্থরের জনসাধারনের ব্যানারে ও হবিগঞ্জ কমিউনিটি সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, দূর্নীতিবাজ ও লুটপাটকারীদের মুর্তিমান আতংক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপিকে হত্যার হুমকি দাতা ও তাদের নির্দেশ দাতা গডফাদারদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি ব্যারিস্টার সুমনের
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকারের প্রতি দাবি জানানো হয়। বক্তারা বলেন, ব্যারিস্টার সুমন দেশের রাঘববোয়ালদের দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে সোচ্চার আছেন। পাশাপাশি উচ্চ আদালতেও তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সক্রিয়। তাকে হুমকি দিয়ে লাভ নেই, কারণ আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে রয়েছি। অবিলম্বে হুমকি দাতাদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে সিলেটে ধারাবাহিক কর্মসুচি পালন করা হবে। মানববন্ধনে অংশ গ্রহণ করেন ও বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চেীধুরী, ব্যাংক ম্যানেজার মো. শফিক মিয়া মজুমদার , ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আহসান হাবীব, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান, নিরাময় পলি ক্লিনিকের পরিচালক আব্দুর রহিম মতছির,সাংবাদিক ও লেখক মাজহারুল ইসলাম জয়নাল,ইঞ্জিনিয়ার শাহজান সিরাজ, হাফিজ আলবাব হোসেন,হবিগঞ্জ কমিউনিটি সিলেটের আহবায়ক মো. ছাইফুল ইসলাম, নিউটন কান্তি দাস, চৌধুরী তুষার, মোফাসসিরুল ইসলাম মাসুক মিয়া, খন্দকার রাফি, রাহুল বৈদ্ধ, ছাদেক হোসেন, মাহমুদ হাছান, সৌরভ মিয়া, জসিম উদ্দিন ছানি, ব্যবসায়ী অসিম কুমার দাস, জলফু মিয়া, মামুন আহমদ, আব্দুল মালিক, ফয়ছল আহমদ, জাকির আহমদ, শাহেদ আহমদ, মুহিবুর রহমান চৌধুরী, ছাত্রলীগ নেতা মো. তানভির হোসেন (আপন), ফাহিম আহমদ, জুয়েল আহমদ, তারেক আহমদ, হাবিব প্রমূখ। বিজ্ঞপ্তি।