জকিগঞ্জে বিনামূল্যে ১৪২০ জন কৃষককে প্রণোদনা ও ২৯০জনকে পুনর্বাসন
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৩২,অপরাহ্ন ০৩ জুলাই ২০২৪ | সংবাদটি ২৭ বার পঠিত
জকিগঞ্জে বিনামূল্যে ১৪২০ জন কৃষককে প্রণোদনা ও ২৯০জনকে পুনর্বাসন
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর থেকে বিনামূল্যে ১৪২০ জন কৃষককে ২০ কেজি করে সার, ৫ কেজি ধানের বীজ ও ২৯০ জনকে পুনর্বাসন দেওয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন। প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আজাদ কাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান সহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জয়নুল ইসলাম।
প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২৫ মৌসুমে (খরিপ) ১৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এবার প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক বিঘা প্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন। এছাড়া বন্যার্ত এলাকার ২৯০ জন কৃষক পেয়েছেন পুনর্বাসন।
পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা ভোগীদের মধ্যে ভিক্ষুক পুনর্বাসন, বিনিয়োগের অর্থ সহ সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি।