আসামের করিমগঞ্জের নাম বদলে হল “শ্রীভূমি”
প্রকাশিত হয়েছে : ৬:৫৬:১২,অপরাহ্ন ২২ নভেম্বর ২০২৪ | সংবাদটি ১০০ বার পঠিত
সংবাদ দাতাঃ আসামের করিমগঞ্জ জেলা এবং করিমগঞ্জ শহরের নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণ করা হয়েছে। ২১ নভেম্বর ২০২৪ তারিখ থেকে এই নতুন নাম কার্যকর হয়ে গেল। ১৯ নভেম্বর তারিখে আসাম রাজ্য সরকারকে ক্যাবিনেট বৈঠকে করিমগঞ্জের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর একদিন যেতেই রাজ্যপাল মুকেশ চন্দ্র সাহু স্বাক্ষর করে এই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা করেন।
১৭৭৮ সালে দেওয়ান মহম্মদ করিম উদ্দিন চৌধুরী এই করিমগঞ্জ শহরের পত্তন করেন। প্রায় দেড়শো বছর পুরনো ইতিহাস মুছে দিল হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার। বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি এই নাম পরিবর্তনে উল্লাস প্রকাশ করেছে। তবে সাধারণ মানুষ এই সিদ্ধান্তে অখুশি। অনেকেই এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদও জানিয়েছেন।