মানিকপুর ইউপির দরিদ্র শীতার্ত মানুষের পাশে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৩৮,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১১১০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি)’র দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান। উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনুর উদ্দিন চৌধুরিী মলু, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক আল মাহমুদ রুমেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম আহমদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক ডাঃ হাবিবুল্লাহ মিছবাহ, কবি আহমদ সিদ্দিক চৌধুরী হাসান, সংগঠক দুলাল আহমদ, এম.কে.আই ডালিম, বাবর হোসাইন চৌধুরী, রুবেল আহমদ, বাইছ আহমদ প্রমুখ।
প্রসঙ্গত: জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে প্রথম পর্যায়ে মানিকপুর ইউপির ১শ দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পৌরসভা ও অন্যান্য ইউপিতে শীতবস্ত্র বিতরণ করা হবে।