- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- জকিগঞ্জে যুবক খুন
জকিগঞ্জে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:২২,অপরাহ্ন ০৮ জুন ২০২৪ | সংবাদটি ৪০ বার পঠিত
সিলেটের জকিগঞ্জের বারঠাকুরী এলাকায় কুপিয়ে জুবের আহমদ (২২) নামের এক যুবককে খুন করা হয়েছে।
নিহত যুবক বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামের জাকির হোসেনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করতো।
শনিবার সন্ধ্যা রাতের দিকে ওই ইউপির দিঘিরপার জামে মসজিদের পাশেই এ ঘটনা ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দেলোয়ার হোসেন (২৫) নামের সন্দিগ্ধ এক আসামি আটক করে।
সন্দেহভাজন আসামি দেলোয়ার আমলশীদ গ্রামের মনির হোসেন মুন্নার ছেলে এবং খুন হওয়া জুবেরের সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, ইতোমধ্যে সন্দিগ্ধ আসামি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, লাশের শরীরের ঘাড়ে, মাথায়, হাতেসহ বিভিন্নস্থানে কুপানো রয়েছে। তবে কেন ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।