জকিগঞ্জের বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৩১,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০২৪ | সংবাদটি ১০৯ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে দুই লক্ষাধিক টাকা বিতরণ করেছে জকিগঞ্জের বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থা।
গত ৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় স্থানীয় ইছামতি উচ্চ বিদ্যালয়ে বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার বাস্তবায়ন কমিটি-২০২৪ এর আহবায়ক ব্যাংকার জাকারিয়া আহমদ স্বপনের সভাপতিত্বে ও ব্রাজিল প্রবাসী সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শিক্ষক কামাল আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় চেয়ারম্যান ও সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাটের মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।
বক্তারা মহতি এমন উদ্যোগের জন্য বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণসংস্থার সভাপতি আলম উদ্দিন ও সাধারন সম্পাদক ফেরদৌস আহমদ লস্কর সহ স্থায়ী কমিটি ও কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য ও বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী রিলন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সজল কুমার পুরকায়স্থ, শিক্ষক মাওলানা শাহীন আহমদ, লতিফিয়া ক্বারি সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জকিগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ, ফ্রান্স প্রবাসী সালাউদ্দিন জালাল, মানিকপুর ইউনিয়নের সদস্য আব্দুল কাদির, এটিএম হামিদ, আব্দুল মুমিন, শাহীন তালুকদার প্রমূখ।
এছাড়া সংস্থার পক্ষ থেকে প্রবাস ফেরত সংস্থার সদস্য আমেরিকা প্রবাসী খালেদ আহমদ চৌধুরী, সৌদি আরব প্রবাসী আয়নুল হক, ব্রাজিল প্রবাসী ইমরান হোসাইন, ফ্রান্স প্রবাসী নাজিম উদ্দীন, কুয়েত প্রবাসী নূরুল হাসান, ফ্রান্স প্রবাসী ইকবাল আহমদ, কুয়েত প্রবাসী নেজাম উদ্দিন , কুয়েত প্রবাসী ফয়সল আহমদ, সৌদি আরব প্রবাসী ক্বাজী আলবাব হুসেন রাসেল সহ ৯ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।