পানিবন্দী মানুষের মধ্যে জকিগঞ্জ উপজেলা তালামীযের তৈরি খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:৩৩:৫৭,অপরাহ্ন ০৬ জুলাই ২০২৪ | সংবাদটি ২৩ বার পঠিত
পানিবন্দী মানুষের মধ্যে জকিগঞ্জ উপজেলা তালামীযের তৈরি খাবার বিতরণ
তৃতীয় বারের মতো বন্যায় কবলিত জকিগঞ্জ উপজেলা। অর্ধশতাধিক গ্রাম বন্যায় কবলিত রয়েছে। কয়েকটি আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত হয়েছেন কয়েকশত মানুষ। উপজেলার এই দুর্যোগ সময়ে পানিবন্দী মানুষের কাছে তৈরি খাবার বিতরণ করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
অদ্য ৫ জুলাই সংগঠনের জকিগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যোগে জকিগঞ্জ সরকারি কলেজের আশ্রয় কেন্দ্রে আড়াই শতাধিক লোক ও পৌরসভার শাখরপুর, বসনপুর এলাকার পানিবন্দি মানুষের কাছে তৈরি খাবার বিতরণ করা হয়।
এসময় সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল উপস্থিত ছিলেন। তিনি বলেন, জকিগঞ্জের এই দুর্যোগ সময়ে উপজেলা তালামীযের এই কর্ম প্রশংসার দাবি রাখে। উপজেলা তালামীযসহ আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশে রয়েছি। আমরা সবসময় বন্যা কবলিত এলাকার খোঁজখবর সবসময় রাখছি। আমাদের এই তৈরিকৃত খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সদর ইউনিয়ন আল ইসলাহের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা জামাল আহমদ, মাহিন আহমদ, কবির আহমদ, উপজেলা তালামীযের সভাপতি মো. আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ছাদিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সহ প্রশিক্ষণ সম্পাদক আহমদুল হক, সদস্য রেহান আহমদ,আব্দুল হামিদ, সাইফুর রহমান, দিলশাদ আনওয়ার, মারুফ আহমদ,আব্দুল আউয়াল, মাহফুজুর রহমান হাদী ,আহমদ হোসাইন, তাহমিদ আহমদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি