হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পুনরায় চালুর উদ্যোগ-সকলের সহযোগীতা কামনা
প্রকাশিত হয়েছে : ৭:৩১:৪৪,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১২৩৮ বার পঠিত
জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ের হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শে স্থানীয় জনসাধারনের উদ্দ্যোগে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এবং ২০০৪ সালে বন্ধ হয়ে যাওয়া অাল-ফারুক একাডেমিটি নতুন করে সংস্করনের জন্য সরকারী নিতীমালা অনুযায়ী চালুর উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ২৯ জানুয়ারী ২০১৬ ইং শুক্রবার বেলা ২টায় ধোপাধিঘির পারস্থ হোটেল সিলভার সাইন এ এলাকার প্রবীন মুরব্বী হাজী অাব্দুল লতিফ (লতি) সাহেবকে সভাপতিত্বে এবং সাহেদুজ্জামান এর
পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইছামতি (ক)
প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল অাহমদ লস্কর, হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অাব্দুল মুকিত লস্কর, হাজীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অাবুল কালাম, প্রবীন মুরব্বী অাব্দুল মলিক (মজনু), অাব্দূল মলিক মাষ্টার, কর্মসংস্থান ব্যাংক কাজীটুলা শাখার ম্যানেজার অাব্দুুল লতিফ , বেলাল অাহমদ লস্কর, মহতাব অাহমদ লস্কর, জনাব অালী অাকবর চৌধুরী জনাব মিফতাউল জান্নাত
মাারূফ, দেলোয়ার হোসেন, জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরঅান থেকেতেলাওয়াত করেন মৌওঃ রশিদ অাহমদ।
সভায় সবার সিদ্ধান্ত ক্রমে এলাকার প্রবীন মুুরব্বী অালহাজ্ব অাব্দুল
লতিফ (লতি) কে অাহবায়ক করে একটি স্থানীয় কমিটি গঠন করা হয়। যা স্থানীয় ভাবে
এলাকার মানুষজনকে সম্পৃক্ত করার কাজ করবেন। এবং অাব্দুল লতিফ কে
সভাপতি, মাহতাব অাহমদ লস্কর কে সহ সভাপতি, মিফতাউল
জান্নাত মারুফকে সাধারন সম্পাদক, দেলোয়ার হোসেন কে সহ
সাধারন সম্পাদক, বেলাল অাহমদ লস্কর কে সাংগঠনিক সম্পাদক,
জাকির হোসেন কে সহ সাংগঠনিক সম্পাদক, অালী অাকবর কে
শিক্ষা বিষয়ক সম্পদক অাফতাব হোসেন কে অর্থ সম্পাদক বাহার
অাহমদ কে প্রচার সম্পাদক জয়নাল অাহমদকে দপ্তর সম্পাদক
শাহজাহান অালম কে সহ দপ্তরসম্পাদক করে ৪১ সদস্যের “হাজীগঞ্জ স্কুল বাস্থবায়ন কমিটি সিলেট” গঠন করে
উপস্থিত সকলের ঐকমত্যে জকিগঞ্জ উপজেলা অাওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে তার একান্ত সহযোগীতা কামনা করলে তিনি সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দেন। খবর সংবাদ দাাতার
পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইছামতি (ক)
প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল অাহমদ লস্কর, হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অাব্দুল মুকিত লস্কর, হাজীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অাবুল কালাম, প্রবীন মুরব্বী অাব্দুল মলিক (মজনু), অাব্দূল মলিক মাষ্টার, কর্মসংস্থান ব্যাংক কাজীটুলা শাখার ম্যানেজার অাব্দুুল লতিফ , বেলাল অাহমদ লস্কর, মহতাব অাহমদ লস্কর, জনাব অালী অাকবর চৌধুরী জনাব মিফতাউল জান্নাত
মাারূফ, দেলোয়ার হোসেন, জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরঅান থেকেতেলাওয়াত করেন মৌওঃ রশিদ অাহমদ।
সভায় সবার সিদ্ধান্ত ক্রমে এলাকার প্রবীন মুুরব্বী অালহাজ্ব অাব্দুল
লতিফ (লতি) কে অাহবায়ক করে একটি স্থানীয় কমিটি গঠন করা হয়। যা স্থানীয় ভাবে
এলাকার মানুষজনকে সম্পৃক্ত করার কাজ করবেন। এবং অাব্দুল লতিফ কে
সভাপতি, মাহতাব অাহমদ লস্কর কে সহ সভাপতি, মিফতাউল
জান্নাত মারুফকে সাধারন সম্পাদক, দেলোয়ার হোসেন কে সহ
সাধারন সম্পাদক, বেলাল অাহমদ লস্কর কে সাংগঠনিক সম্পাদক,
জাকির হোসেন কে সহ সাংগঠনিক সম্পাদক, অালী অাকবর কে
শিক্ষা বিষয়ক সম্পদক অাফতাব হোসেন কে অর্থ সম্পাদক বাহার
অাহমদ কে প্রচার সম্পাদক জয়নাল অাহমদকে দপ্তর সম্পাদক
শাহজাহান অালম কে সহ দপ্তরসম্পাদক করে ৪১ সদস্যের “হাজীগঞ্জ স্কুল বাস্থবায়ন কমিটি সিলেট” গঠন করে
উপস্থিত সকলের ঐকমত্যে জকিগঞ্জ উপজেলা অাওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে তার একান্ত সহযোগীতা কামনা করলে তিনি সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দেন। খবর সংবাদ দাাতার