বারহালে শাহজাহান উদ্দিন মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১:১১:০০,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১১৯৫ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বুরহান পুর ফার্ম সংলগ্ন মাঠে শাহজাহান উদ্দিন মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শনিবার বিকাল চার ঘটিকার সময় জাঁকজমক পূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।
খেলার শুরুতে শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের ছাত্ররা জাতীয় পতাকা প্রদর্শনের মধ্য দিয়ে ফাইভ ষ্টার হাসান বনাম বি এফ সি বুরহান পুর মধ্যকার ফাইনাল খেলা শুরু হয়। টাইব্রেকার এর মাধ্যমে ফাইভ ষ্টার হাসান জয় লাভ করে ফাইনাল খেলার বিজয়ী দল হিসাবে পুরস্কার গ্রহন করে। খেলায় স্বাগত বক্তব্য রাখেন শাহজাহান উদ্দিন মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর প্রতিষ্ঠাতা শাহজাহান উদ্দিন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারহাল ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব জাকির আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কবি সভা সিলেট জেলার সভাপতি ও জালালাবাদ কবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কবি সিদ্দিক আহমদ, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছদিওল ফারুক আহমদ, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সচিব ডাক্তার সাদিক আহমদ তাপাদার, বারহাল ছাত্র পরিষদের সভাপতি ছদিওল হোসাইন আহমদ, তসিলদার ফজলুল হক।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, খেলা কমিটির সদস্য, আতিক আহমদ, তানিন আহমদ, সামাদ উদ্দিন, সফজ্জুল হোসেন, হাসান আহমদ, আব্দুল হামিদ, আব্দুস সাত্তার, গৌছ উদ্দিন, আব্দুস সালাম প্রমূখ।