মানিকপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন শীপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল
প্রকাশিত হয়েছে : ১:০৪:৫৭,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৮১১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জে মানিকপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন শীপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল বুধবার সকাল ১২টায় পুরাতন কালিগঞ্জ কারখানা মাঠে অনুষ্টিত হবে। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ গ্রহন করে। আগামীকাল ফাইনালে লড়বে ২নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ড।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত থাকবেন জকিগঞ্জের বিভিন্ন এলাকার জন প্রতিনিধি, রাজনীতিক ও সামাজিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এদিকে ফাইনাল খেলা উপভোগ করতে টুর্নামেন্টের আয়োজক মোঃ আলম উদ্দিন সকল কিকেট প্রেমীদেরকে আমন্ত্রণ জানিয়েছে।
টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জকিগঞ্জের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন নিউজ পেপার জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডট কম।