সিলেট জকিগঞ্জ-কানাইঘাটে জাপার প্রার্থী মনোনয়নের দায়িত্ব হুইপ সেলিমের
প্রকাশিত হয়েছে : ৭:২০:২৮,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৬ | সংবাদটি ৮২৪ বার পঠিত
আসন্ন ইউনিয়ন নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে চেয়ারম্যান প্রার্থীদের জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রদানের দায়িত্ব জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সেলিম উদ্দিন এমপি’র হাতে অর্পণ করা হয়েছে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় পার্টির মহা-সচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে দলীয় প্রার্থীদের নমিনেশন ফরম সেলিম উদ্দিন এমপি’র কাছে প্রদান করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সহিদুর টেপা, মীর আব্দুস সবুর আসুদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম নুরু, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ লশকর বশীর প্রমুখ।