প্রবাসীর বাড়িতে ডাকাতি, মামলা রেকর্ড করতে প্রস্তুত বললেন ওসি
প্রকাশিত হয়েছে : ৭:২৪:০১,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৬ | সংবাদটি ৮২৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে ফের প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। উপজেলার কাজলসার গ্রামে ব্রাজিল প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবারাত ভোর ৪টায় ডাকাতদল গ্রামের হোসেন আহমদ চৌধুরীর বাড়িতে হানা দিয়ে ৩ভরি স্বর্ণ, নগদ ১০হাজার টাকা, ৩টি মোবাইল সেট নিয়ে যায়।
৮জনের মুখোশ পরিহিত ডাকাতদল সিটকারি ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে জিম্মি ও মারধর করে। সোকেশ-আলমিরার তালা ভেঙ্গে মূল্যবান মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি মো: সফিকুর রহমান খান জকিগঞ্জ বার্তাকে ডাকাতি ঘটনার কথা স্বীকার করে বলেন মামলার এজহার লিখে প্রস্তুত থাকলেও বাদী স্বাক্ষর করছেন না। পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুকের বোনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। তারই ভাগনা সাহেদ মামলার কাগজে স্বাক্ষর দিচ্ছি, দিবো বলে গড়িমসি করছে।